
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : বোমার স্প্রিন্টারে জখম আব্দুল হাকিম (৩০) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের আবু বকর ওরফে বকর ডাকাতের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়েছে।
আরো পড়ুন>>>মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শার্শার জাহাঙ্গীর নিহত
প্রসঙ্গত. সোমবার সকালে ধান্যঘরা গ্রামের নিজের বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরিত হয়। এসময় বোমার স্প্রিন্টারের আঘাতে তার সমস্ত শরীর ঝলসে যায় এবং ঘরের চাল উড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। ওই দিন পুলিশ তাকে আটক দেখায়।
স্বাআলো/এস
.
Author
Admin
