মঠবাড়িয়া চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

জেলা প্রতিনিধি, পিরোজপুর :  পিরোজপুরের মঠবাড়িয়ায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

দায়িত্বগ্রহণ এর মধ্যে চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত ও মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসরিন জাহান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম সরফরাজ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিদায়ী ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, ইউপি চেয়ারম্যান দেলোয়ার আকন, মিরাজ মিয়া এবং দায়িত্বগ্রহণকারী উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান, আরিফুর রহমান সিফাত ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাজান।

এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা সরকারি কর্মকর্তা কর্মচারীগণ ও বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এম

.

Author