
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার উপজেলার জয়পুরের চরআড়িয়াড়ার মধুমতি নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার এসআই আবু বক্কর বলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চরআড়িয়ালা এলাকার মধুমতি নদীতে অজ্ঞাত বৃদ্ধ (৭০) মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতের পরনে লুঙ্গি ও গায়ে চেক জামা পরা রয়েছে, তার হাটু ও মাথার ডান পাশে আঘাতের চিহ্ন আছে বলেও জানান তিনি।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
