সাংবাদিক নাতনি খেয়া ডাক্তার হতে চায়

নিজস্ব প্রতিবেদক, যশোর : ফারিয়া জামান খেয়া এবার এইচএসসি পরীক্ষায় যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।

তার বাবা ফরিদুজ্জামান ইলিয়াড চাকুরিজীবী ও মা আয়শা সিদ্দিকা গৃহিণী। বড় দাদা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দৌলা ও দাদা সংবাদের সিনিয়র রিপোর্টার রুকুনউদ্দৌলাহ।

খেয়ার বাড়ি যশোর শহরের বারান্দিপাড়ায়। সে ভবিষ্যতে উচ্চ শিক্ষাগ্রহণ করে একজন চিকিৎসক হতে আগ্রহী। এজন্য সে সবার দোয়া প্রার্থী।

খেয়া ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পায়।

স্বাআলো/এসএ

.

Author