আফগানদের বিপক্ষে নামবেন রুবেল-সাব্বিররা

স্পোর্টস ডেস্ক: আগামী শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দলের পাঁচ ম্যাচ সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচে খেলবেন রুবেল হোসেন, এনামুল হক, সাব্বির রহমান ও মোহাম্মদ মিঠুন।

যার ফলে শ্রীলংকা সফরকে সামনে রেখে মিরপুরে শুরু হওয়া তিনদিনের প্রস্তুতি ক্যাম্পে থাকবেন না এই চার ক্রিকেটার। বিশ্বকাপে খুব একটা খেলার সুযোগ পাননি রুবেল, সাব্বির ও মিঠুন।

তাই শ্রীলংকা সফরের আগে তাদের একটি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা। শুক্রবারের ম্যাচের পর দিন অর্থাৎ শনিবার শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

স্বাআলো/আরবিএ

.

Author