
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার স্বরূপদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৮৬ গরিব ও দুঃস্থ কৃষকদেরকে বিনামূল্যে স্প্রে মেশিন প্রদান করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এই স্প্রে মেশিন প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে স্প্রে মেশিনগুলো কৃষকদের মধ্যে বিতরণ করেন স্বরূপদহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন।
স্বরূপদহ ইউনিয়ন পরিষদে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে, ইউপি সচিব সাধন কুমার চন্দ্রের পরিচালনায় বক্তৃতা করেন সংরক্ষিত ইউপি সদস্য আমেনা বেগম, রেশমা খাতুন ও ছফুরা বেগম, সাধারণ ইউপি সদস্য নূরুল ইসলাম, আব্দুল মান্নান, রহিমা বেগম, জাকির হোসেন, ফকরুল ইসলাম, গাজী কামাল হোসেন, শাহাজালাল, হাফিজুর রহমান ও শিমুল হোসেন।
স্বাআলো/এসএ
.
Author
Admin
