
চৌগাছা (যশোর) প্রতিনিধি: ‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ শ্লোগানে যশোরে চৌগাছায় র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ ডাকবাংলোর পাশে কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান লাড্ডু, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, উপজেলা মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্তকরণ শেষে বেলা সাড়ে বারটায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মৎস কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালো, বিআরডিবি কর্মকর্তা আনিচুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন, জনস্বাস্থ্য দপ্তরের শহিদুল ইসলাম, মৎস দপ্তরের ক্ষেত্রসহকারী মিজানুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান, ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ হোসেন, মৎস্যচাষী সফিউর রহমান, আব্দুল আহাদ, তরিকুল ইসলাম, অসিত কুমার, হাবিবুর রহমান, জসিম উদ্দিন, সঞ্জয় মিত্র, হাসান মল্লিক প্রমুখ।
স্বাআলো/আরবিএ
.
Admin
