ডিসিদের যে নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন ২০১৯-এর জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষাসেবা বিভাগ সম্পর্কিত কার্য-অধিবেশনে তিনি একথা বলেন।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ যেভাবে আমরা দমন করে চলছি এই ধারা অব্যাহত থাকবে। তারা সেগুলোর প্রতি খেয়াল রাখবেন। যাতে আবার কোন সমস্যার সৃষ্টি না হয়। এছাড়া মাদক নিয়ে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে সেই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে তারা কাজ করবেন।

স্বাআলো/এসএ

.

Author