পঞ্চগড় শহর যেন আবর্জনার স্তুপ 

জেলা প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় জেলা শহর পরিণত হয়েছে ময়লা-আবর্জনার স্তুপে। রাস্তা দখল করে দোকান স্থাপন, সেখান থেকে সৃষ্ট বর্জ্যে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ, বিঘ্ন ঘটছে যান চলাচলে, দুর্ভোগে পথচারী। দেশের সর্বউত্তরের এই প্রথম শ্রেণির পৌরসভার এমন বেহাল অবস্থায় অতিষ্ট মানুষ।

পঞ্চগড় শহরের ফল বাজার, কাঁচা বাজার, মেডিসিন রোড, মাছ বাজারসহ বাজারের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনার স্তুপ। এছাড়া ও রাজনগর, ইসলামবাগসহ শহরের পাশের গ্রাম গুলোতে সৃষ্ট আবর্জনার স্তুপের কারণে  বসবাস অনুপযোগী হয়ে পরেছে।

এই বিষয়ে পঞ্চগড় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল ইসলাম জানান, পৌরসভার কর্মচারিদের কর্মবিরতি চলছে এজন্য এই সমস্যার সৃষ্টি হয়েছে। দুই একদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে।

স্বাআলো/এসএ

.

Author