ফকিরহাটে পল্লী চিকিৎসককে কারাদণ্ড

জেলা প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট কাটাখালীতে সরকারি বিধি বহির্ভুতভাবে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে পল্লী চিকিৎসক মিজানুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাটাখালীর মা মেডিসিন কর্নারে অভিযান চালায়।

ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা জানান, মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২ (১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম করাদ- দেয়া হয়। মেডিকেল অফিসার ডা. অরিজুল ইসলাম উপস্থিত ছিলেন।  কয়েক মাস আগে ভ্রাম্যমাণ আদালত ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে সতর্ক করেছিলেন। এরপরও তিনি সরকারি নির্দেশনা মানেননি।

স্বাআলো/এসএ

.

Author