
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম।
আরো পড়ুন>>>বঙ্গবন্ধুকে নিয়ে ‘জয় বাংলা’ কবিতা
ইউনিয়ন যুবলীগ নেতা শফি সম্রাটের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মিলন ঘোষাল, গোলাম মোস্তফা মিঠু, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা প্রভাষক আলা উদ্দীন লিটন, রবিউল ইসলাম রবি, পৌর যুবলীগ নেতা এসএম লুৎফর রহমান, হাবিবুর রহমান রনি প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে রাতে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু।
স্বাআলো/এম
.
Admin
