
জেলা প্রতিনিধি, পিরোজপুর : এইচএসসি পরীক্ষায় উপজেলায় ৪র্থ বারের মতো প্রথম স্থান এবং জেলায় ২য় স্থান অধিকার করায় পিরোজপুরের মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ আনন্দ শোভাযাত্রা বের করে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবকসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আজীম-উল-হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য আরিফ-উল-হক, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, প্রভাষক তপন কুমার হালদার, শাহানাজ বেগম জুলহাস শাহীন, কলেজ শিক্ষার্থী নুসরাত জাহান, লাবনী আক্তার প্রমুখ।
স্বাআলো/এসএ
.
Author
Admin
