মানবপাচারকারী চক্রের নারী সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : পিবিআই অবশেষে মানব পাচারকারী চক্রের সদস্য বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুর মজিদের স্ত্রী রাশিদা বেগমকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, ২৪ জুন মৌলভীবাজারের সুমন মিয়া, গোপালগঞ্জের সোনা মিয়া. পটুয়াখালীর সাথী বেগম, সীমা বেগম, গোলাপী সরকার ও সোনিয়া পারভিনের পাচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়।

আরো পড়ুন>> চৌগাছায় ৮৬ কৃষককে স্প্রে মেশিন প্রদান

মামলার এজারভুক্ত ৩ নম্বর আসামি রাশিদা বেগম ওরফে পয়সা খালাকে বুধবার গভীর রাতে পিবিআই আটক করে।

স্বাআলো/এম

.

Author