
শার্শা (যশোর) প্রতিনিধি : ‘মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণের মধ্য দিয়ে শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে আজ সকালে মৎস্য অফিসের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
আরো পড়ুন>> মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শার্শার জাহাঙ্গীর নিহত
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান, নাভারণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীসহ মৎস্যজীবীদের সাথে নিয়ে প্রধান অতিথি উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
স্বাআলো/এম
.
Admin
