
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সংসদের বিরোধী দল জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জিএম কাদেরকে নতুন করে চেয়ারম্যান করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ কথা জানান।
জিএম কাদের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সম্প্রতি মারা যান। তার অবর্তমানে দলটির এই পদটি শূন্য হয়।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
