
ইবি প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
শুক্রবার জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, গত বছর ১৯ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মা মৃত্যুবরণ করেন। তার মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করে ইবি শাখা ছাত্রলীগ।
এসময় মরহুমের স্মরণে ইবি শাখা ছাত্রলীগ নেতা রিজওয়ান উল ইসলাম বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন ইবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আ স ম শোয়াইব আহমদ।
এসময় অনুষ্ঠানে আবুল খায়ের মোল্লা, শাকিল আহমেদ সুমন, কামরুজ্জামান খান সাগর, জুবায়ের, নুর আলম, রিমন, মোস্তাফিজুর রহতমানসহ তিন শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
