খুলনায় প্রায় দুই হাজার কোটি টাকার মাছ রপ্তানি

খুলনা ব্যুরো: বিদায়ী অর্থবছরে খুলনায় মাছ উৎপাদন হয় ৬২২২৯.২৪ মেট্রিক টন। এ সময়ে মাছের চাহিদা ছিল ৫৫৪৬১.৬০ মেট্রিক টন। চাহিদা মিটিয়ে খুলনায় ৬৭৬৭.৮০ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত রয়েছে।

খুলনা থেকে বিদায়ী অর্থবছরে ২১৯৩৮.৫৭৪ মেট্রিক টন চিংড়ি ও সাদা মাছ রপ্তানি করে ১৭৭৬.২৯ কোটি টাকা আয় হয়েছে। এর মধ্যে চিংড়ি খাতে ১৮৪৮৮.৪২৮ মেট্রিক টনে ১৬৮৮.৩৮০ কোটি টাকা আয় হয়। চিংড়ির মধ্যে গলদা রয়েছে ৩৩৪৩.২২১ মেট্রিক টনে ৩৮৭.২৬৭ কোটি টাকা ও বাগদা চিংড়ি রয়েছে ১৪৭০৬.৩৪৭ মেট্রিক টনে ১২৬৭.৭০৭ কোটি টাকা।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা আবু ছাইদ এ তথ্য জানান।

তিনি বলেন, খুলনায় বরাবরই মাছের উৎপাদন ভালো। প্রতি বছর চাহিদার অতিরিক্ত মাছ উৎপাদন হয়।

জানা গেছে, চাহিদা বৃদ্ধি ও ভাল দাম পাওয়ায় খুলনায় প্রান্তিক চাষীদের মধ্যে মাছ চাষে আগ্রহ বেড়েছে। এ জেলায় বাণিজ্যক ভিত্তিতে মাছের চাষ যেমন বাড়ছে তেমন বাড়ছে সনাতন পদ্ধতিতে ক্ষুদ্রাকারে মাছের চাষ। সেই সঙ্গে বেড়েছে মাছের উৎপাদনও।

স্বাআলো/আরবিএ

.

Author