
জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার পৌর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ কিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে গাইবান্ধার পৌর এলাকার নতুন ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর শহর রক্ষা বাঁধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।
গাইবান্ধা পৌর এলাকার নতুন ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর শহর রক্ষা বাঁধে আশ্রিত বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-০২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা যুবলীগের সভাপতি সরদার সাহিদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবীব রাজিবসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আরো পড়ুন>>> সুন্দরগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
ঘাঘট নদীর শহর রক্ষা বাঁধ কুঠিপাড়ায় ভেঙ্গে যাওয়ায় শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ফলে প্লাবিত এলাকার পরিবারগুলো বাঁধে আশ্রয় নেয়। সেই সব আশ্রিত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়। শুকনা খাবার হিসেবে চিড়া ও গুড় ছিল। এসব খাবার ওই বাঁধে আশ্রিত ১ হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়।
স্বাআলো/এএম
.
Admin
