
জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যার পানিতে ডুবে মুন্নী নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকল শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে। মুন্নী ওই কলোনির মনু মিয়ার মেয়ে।
জানা যায়, আজ বালুয়া পয়েন্টে বাঙালী নদীর বাঁধ ভেঙ্গে মহিমাগঞ্জসহ আশেপাশের এলাকায় বন্যার পানি প্রবেশ করে। মহিমাগঞ্জে রংপুর চিনিকল শ্রমিক কলোনির পাশের খালটি বন্যার পানিতে ভরে যায়। সদ্য আসা বন্যার পানিতে মুন্নী সমবয়সীদের নিয়ে দুপুর ১২ টার দিকে ওই খালে গোসল করতে নামে। এসময় সে বন্যার পানিতে ডুবে যায়। মুন্নীকে দেখতে না পেয়ে সমবয়সীরা খুঁজতে থাকে। খোঁজা খুঁজির এক পর্যায়ে মুন্নীর লাশ ভেসে উঠে।
গোবিন্দঞ্জের ইউএনও রামকৃষ্ণ বর্মন শিশুটির মৃত্যু নিশ্চিত করেছেন।
স্বাআলো/এসএ
.
Author
Admin
