বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রতিযোগিতায় বিজয়ীদের ট্রফি বিতরণ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলা শুক্রবার বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা পৌরসভাধীন বেলগাছি গ্রামের নবদিগন্ত মাঠে অনুষ্ঠিত হয় । ফাইনাল খেলায় প্রথমে চুয়াডাঙ্গা পৌরসভাধীন হাজরাহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকায় খেজুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে (২-০) গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ণ হয় ।

অপরদিকে দ্বিতীয় খেলায় মাখালডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক খাড়াগোদা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরস্পর মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল(২-২) গোলে অমিমাংশিত থাকে । পরে খেলার ভাগ্য নির্ধারিত হয় ট্রাইবেকারে। ট্রাইবেকারে শংকরচন্দ্র ইউনিয়নে অবস্থিত মাখালডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে তিতুদাহ ইউনিয়নে অবস্থিত খাড়াগোদা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়।

বালকদের মধ্যে সেরা গোলদাতা বিবেচিত হয় মাখালডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যায়ের চয়ন ও সেরা খেলোয়াড় বিবেদিত হয় খাড়াগোদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রাজন । বালিকাদের মধ্যে সেরা গোলদাতা বিবেচিত হয় হাজরাহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বৃষ্টি ও সেরা খেলোয়াড় বিবেচিত হয় খেজুড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শ্রাবণী । সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণী করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি ।

খেলা শেষে বিজয়ী দলের মাঝে ট্রফি বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী । বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ,মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদা মিলি । আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম,আবিদ আজাদ, কামরুজ্জামান ও জিয়াউন নাহার সহ প্রাথমিক বিদ্যালয়ের উপজেলার শিক্ষকবৃন্দ ।

স্বাআলো/এএম

.

Author