
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর শ্যাওড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিমানবন্দর রেল-স্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃত্যু হয়।
তিনি আরো জানান, আশপাশের লোকজনের কাছ থেকে জানা যায়, ঘটনার সময় তিনি রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন। তার পরনে চেক সাদা লুঙ্গি ও ফুলহাতা শার্ট ছিল।
স্বাআলো/এসএ
.
Author
Admin
