শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার ছাত্র আটক

জেলা প্রতিনিধি, বরগুনা : আমতলী পৌর এলাকার ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচাত ভাই, মাদ্রাসার ছাত্রকে পুলিশ আটক করেছে। আটক সানাউল্লাহ (১৯) পৌর এলাকার বাসিন্দা এবং আমতলী বন্দর হোসাইনিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্র।

দায়েরকৃত এজাহার শিশুর মা উল্লেখ করেন, ‘গত ১৩ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আসামি সানাউল্লাহ তাদের বাসায় খেতে আসে।এসময় তাকে দোতলার জানালা দিতে বললে সে উপরে উঠে আমার শিশু কন্যাকে ধর্ষণ করতে থাকে। এসময় শিশুটির চিৎকার দিলে আমি গিয়ে শিশুকে উদ্ধার করি। সানাউল্লাহ দৌঁড়ে পালিয়ে যায়।

আপন ভাসুরের ছেলে সানাউল্লাহ এ ঘটনা ঘটার পর শিশুটির বাবা এবং চাচাকে বললে তারা বিষয়টি দেখছে বলে জানায়।’

১৫ জুলাই তারিখে শিশুকে বরিশাল শেরে-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এঘটনায় থানায় সানাউল্লাহকে আসামি করে মামলা করা হয়। পুলিশ তাকে আটক করেছে।

আরো পড়ুন>> বরগুনায় ১৫ লাখ রেণু পোনাসহ ২ টি ট্রলার জব্দ

ধর্ষণের অভিযোগে আটক হওয়ায় সানাউল্লাহ বলেন, আমার এত ছোট বোনকে ধর্ষণ করিনি। চাচী যখন আমাকে জানালা দিতে উপড়ে (দোতলা) পাঠায়। তখন চাচা-চাচী দু’জনেই বাসায় ছিল। আমার ছোট বোন তখন খেলতে ছিল। এটা  আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমার বাবা মারা যাওয়ার পরে আমার ছোট চাচা আমাদের সংসারের যাবতীয় খরচ বহন করেন। যা চাচী ভাল চোখে দেখেন না। এ কারণে আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মিথ্যা মামলা দায়ের করেছে।

আমতলী থানার ওসি আবুল বাশার বলেন, শিশু ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য শের-এ-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারী পরীক্ষা হাতে পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। মামলার আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্বাআলো/এম

 

.

Author