
রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মিম খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার জাইগিরপাড়া এলাকায় বাঘা-চারঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিশু মিম জাইগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করতো। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। মিম পাশের পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের সোহেল রানার মেয়ে।
চারঘাট থানার ওসি নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক পারাপারের সময় শিশু মিমকে প্রথমে ধাক্কা দেয় অটোরিকশাটি। পরে তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথেই ওই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোরিকশাসহ চালককে আটক করেন গ্রামবাসী। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ওসি আরও জানান, নিহত শিশুর লাশ বাড়ি নিয়ে গেছেন তার স্বজনরা।
স্বাআলো/আরবিএ
.
Admin
