আলমসাধু চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল ছাত্রীর

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার তালসারি নামক স্থানে আলমসাধুর চাকায় ওড়না জড়িয়ে আলিয়া খাতুন (১৩) নামের মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।

আলিয়া খাতুন উপজেলার চঁন্দ্রবাস গ্রামের মাঝপাড়ার মিজানুর রহমানের মেয়ে ও জগোনাথপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণী ছাত্রী। শনিবার বেলা তিন টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলিয়া খাতুন মাদ্রাসার ক্লাস শেষে আলোমসাধুর যোগে বাড়ী ফিরছিলো। এসময় তালসারি হায়দার বিশ্বাসের নার্সারির সামনে পৌছালে অসাবধানতা বসত তার ওড়না আলোমসাধুর চাকায় জড়িয়ে পিচ সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্বাআলো/আরবিএ

.

Author