পটুয়াখালীতে আ.লীগের ৯ বিদ্রোহী বহিষ্কার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালী পৌরসভাসহ বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯জনকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

আজ শনিবার রাত ৮টার দিকে প্রেসক্লাবে জনাকীর্ণ মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর জেলা আওয়ামী লীগের সভায় সিদ্ধান্তের আলোকে ৯ জনকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন,  বিগত নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারকৃতরা হলেন, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য আবুল কালাম আজাদ (কালাম মৃধা), জেলা আওয়ামী লীগের সদস্য (মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান) আবু বকর সিদ্দিকী,  দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য শাহজাহান সিকদার, জেলা আওয়ামী লীগের সদস্য (বাউফল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য (দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) অ্যাডভোকেট শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য ও জেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক (পটুয়াখালী পৌর সভার মেয়র) মহিউদ্দিন আহমেদ, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বশার ডাবলু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু বকর ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য (রাঙ্গাবালী উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী) আরিফ বিন ইসলাম।

আরো পড়ুন>> পটুয়াখালী পৌরসভা কার্যালয়ে তালা

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাংসদ মহিববুর রহমান মহিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাউফল পৌর সভার মেয়র জিয়াউল হক জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, শহর আওয়ামী লীগের সভাপতি শাহ জালাল খান, সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, রাঙ্গাবালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ, জেলা শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবীর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  সাইদুর রহমান লেলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বাআলো/এম

.

Author