এবার  এফ হক টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।

আজ শনিবার ভোর পৌনে ৫টার অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর পৌনে ৫টার ওই ভবন থেকে ধোয়া উড়তে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধোয়ার তীব্রতাও বাড়তে থাকে। খবর পেয়ে সকাল ৬টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ভবনটির ৪তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবন থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, কাঁঠালবাগানের ঢালে বাংলাভিশন টেলিভিশনের পাশের ওই ভবনে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে। ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্বাআলো/এএম

.

Author