ছাত্রীদের যৌন হয়রানি : প্রধান শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে ধরে পুলিশে সোপর্দ করেছেন অভিভাবক ও স্থানীয় লোকজন।

আজ শনিবার দুপুর ১২ টার দিকে অভিযুক্তকে আটক করে পুলিশ।

ইউসুফের বাড়ি উপজেলার কাশিপুর এলাকায়। সে নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগসূত্রে জানা যায়, ইউছুফ গত একমাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে কৌশলে ডেকে মোবাইলে পর্ন ভিডিও ও ছবি দেখাতো। একই সঙ্গে ক্লাস ও অফিস কক্ষে ছাত্রীদের ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিতো। ছাত্রীদের টয়লেটের সামনে দাঁড়িয়ে উঁকি মারতো এবং কয়েকজনকে ধর্ষণের চেষ্টাও করে। ভুক্তভোগী ছাত্রীরা বাড়িতে বিষয়টি জানালে অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ইউছুফকে ধরে পুলিশে সোপর্দ করেন।

সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত ইউছুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে।

স্বাআলো/এসএ

.

Author