
জেলা প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার বাইরে থেকে আনা ১০ টন বোরো ধান জব্দ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্তকর্তা কামরুজ্জামান এ ধান জব্দ করেন।
জানা যায়, শনিবার ভোররাতে কয়েকটি নসিমনে করে এ ধান মোরেলগঞ্জ উপজেলা সরকারি খাদ্যগুদামের সামনে আনা হয়। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই এলাকায় গেলে নসিমন চালকরা গাড়িসহ ধান রেখে পালিয়ে যায়।
জানা গেছে, চলতি বোরো ধান সংগ্রহ মৌসুমে সরকারিভাবে সরসরি কৃষকদের নিকট থেকে প্রতিমণ এক হাজার ৪০ টাকা দরে ধান ক্রয়ের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী মোরেলগঞ্জ উপজেলা খাদ্যগুদামে ১০ হাজার ৩৫০ মণ ধান মজুদ কেনার কথা। কিন্তু শনিবার ভোররাতে আকস্মিকভাবে গাড়িতে করে ধান আনা হলে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, তাদের নিজেদের ধান খাদ্যগুদামে নিয়ে আসলে খাদ্য বিভাগের লোকেরা তা ক্রয় করতে অপারগতা প্রকাশ করেন। আবার দালালরা দিনদিন ভোরে টমটম ও আলমসাধু গাড়িতে অন্য উপজেলা থেকে ধান বোঝাই করে গুদামে নিচ্ছে।
মোড়েলগঞ্জ উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, কৃষক কার্ড দেখাতে না পারলে কেউ খাদ্যগুদামে ধান বিক্রয় করতে পারবেন না। নিয়ম অনুযায়ী ধান ক্রয় চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, গোপন খবর ভিত্তিতে বহিরাগতদের সন্দেহে কিছু ধান আটক করা হয়েছে। এগুলো স্থানীয় কৃষকদের হলে খাদ্যগুদামে বিক্রির সুযোগ দেওয়া হবে। বহিরাগত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বাআলো/ডিএম
.
Admin
