যশোরে দুই জঙ্গি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে যশোরের মণিরামপুর উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের দেলোয়ার হোসেন বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে। এসময় উগ্রবাদী বই, লিফলেট, ৬টি মোবাইল ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, সৈয়দ মাহমুদপুর গ্রামের আবু বক্কার সিদ্দিক এবং একই গ্রামের রায়হান উদ্দিন।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কমা-ার শাহিনুর ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে জঙ্গিরা সদস্য সংগ্রহ করে। এ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনের সম্পৃক্ততার জন্য দাওয়াত ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন কর্মকা-ে স্বত:স্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করে।

আটক রায়হান উদ্দিন নাগর ঘোপ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং আবু বক্কার সিদ্দিক বাঙ্গালিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ ও কেশবপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

রায়হান উদ্দিন ও আবুবক্কার সিদ্দিক মণিরামপুরে বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহের কাজ করে।

স্বাআলো/আরবিএ

.

Author