
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়ে (৫৫) সেই ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী সোহেল জানায়, বুধবার সকালে বেনাপোল সীমান্তে কাটাতারে পাশে এক ব্যক্তি (৫৫) পড়ে থাকতে দেখে বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এসময় তার জ্ঞান না ফেরায় নাম ঠিকানা বের করা সম্ভব হয়নি। জ্ঞান না ফেরায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাকে যশোরে রেফার করে।
হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তিকে বুধবার রাত ১২টার পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রেজিষ্টারে সিভিটি এবং আরএসএইচ রোগে আক্রান্ত বলে উল্লেখ করা হয়।
আজ শনিবার সকালে ইন্টার্ণ ডাক্তার সুষ্মিতা তাকে মৃত ঘোষণা করে বলেন, গত দিনে তার জ্ঞান ফেরেনি এবং তার পরিচয়ও মেলেনি।
স্বাআলো/এসএ
.
Admin
