
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির অবসর নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের সামনে। তিনি জানিয়ে দিয়েছেন অবসরের সিদ্ধান্ত নির্ভর করছে পুরোপুরি ধোনির ওপর, অবসর আসলে পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটার ভালো করেই জানে কখন অবসর নিতে হবে।
ধোনি প্রসঙ্গে নির্বাচক প্রধান আরও বলেন, আমার মনে হয় না এ বিষয়ে আরও কিছু বলার দরকার আছে। কারণ প্রথমত সে এই সফরে নেই। দ্বিতীয়ত সে তরুণ ক্রিকেটারদের ইতোমধ্যে সহায়তা করছে।
ভারতের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির হয়ে প্রতিনিধিত্ব করছেন বিরাট কোহরি। ভারতের তিনটি দলের তালিকা-
টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।
ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও নবদীপ সৈনি।
টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, ক্রুনাল পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, দীপক চাহার ও নবদীপ সৈনি।
স্বাআলো/এএম
.
Admin
