খালের বাঁধ না কাটায় বীজতলা প্লাবিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী : খালের বাঁধ না কেটে প্রভাবশালীদের মাছ চাষ করার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর এ কারণে কৃষকরা চলতি মৌসুমে আমন বীজ উৎপাদন করতে পারছে না। এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট কৃষকরা পানি সরানোর জন্য আবেদন করেছেন।

জানা গেছে, সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের গলাচিপা, বল্লভ ও শারিখখালী গ্রামের কৃষকরা রবি মৌসুমে তাদের নিজেদের অর্থায়নে গলাচিপা বল্লভ খালের বাঁধ দিয়ে রবি শস্য আবাদ করে আসছিল। এখন আমান মৌসুমে বীজতলায় বীজ উৎপাদনের জন্য গলাচিপা বল্লভ খালের বাঁধ কাটতে চাইলে প্রভাবশালীরা মাছ চাষের জন্য বাঁধ কাটতে না দেয়ায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করেছে। ফলে কৃষকরা তাদের বীজতলায় বীজ উৎপাদন করতে না পারার আশাঙ্কায় রয়েছে শত শত কৃষক।

আরো পড়ুন>> পটুয়াখালীতে আ.লীগের ৯ বিদ্রোহী বহিষ্কার

এ ব্যাপারে কৃষকরা বীজতলায় বীজ উৎপাদনের জন্য  গলাচিপা বল্লভ খালের বাঁধ কাটার ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে ইউপি চেয়ারম্যানকে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা কথা বলা হয়েছে।

চেয়ারম্যান মোজাম্মেল জোমাদ্দার জানান, এলাকার মেম্বরকে পানি সরানোর জন্য ১২০ ফিট পাইপ দেয়া হয়েছে।

তবে কৃষকরা জানান, গলাচিপা বল্লভ খালে  পাইপ না লাগিয়ে, পাইপ অন্য স্থানে দিয়েছেন মেম্বার।

স্বাআলো/এম

.

Author