
খুলনা ব্যুরো: খুলনায় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মনিরা বেগম (৪৫) নামের এক বিধবা নারী নিহত হয়েছেন।
আজ রবিবার সকাল পৌণে ৯টার দিকে খুলনা-যশোর মহাসড়কের শিরোমণির মীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মনিরা বেগম গরুর ঘাস নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি ঘটনা স্থানে মারা যান। এ ঘটনায় ক্ষীপ্ত জনতা গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা খুলনা থেকে যশোরের দিকে যাওয়া সোহাগ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস আটক করে রেখেছে।
খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্বচিত করেছেন।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
