খুলনায় বাবা-মেয়ে হত্যা মামলার ফাঁসির আসামির আত্মসমর্পণ

খুলনা ব্যুরো: খুলনায় জোড়া হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল ইসলাম আত্মসমর্পণ করেছে। এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণের পর তাকেসহ বাবা ইলিয়াছ চৌধুরীসহ শ্বাসরোধে হত্যা মামলার আসামি সে।

রবিবার বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ আত্মসমর্পণ করে সে।

মামলাটির রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। ১৬ জুলাই হত্যার মামলা ৫ জন আসামির ফাঁসির আদেশ দেন আদালত।

স্বাআলো/আরবিএ

.

Author