
জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গা্ইবান্ধাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বাসদের (মার্কসবাদী) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরো পড়ুন>> ৭৪ হাজার মানুষ গাইবান্ধার আশ্রয় কেন্দ্রে
পরে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, কৃষক ফ্রন্টের সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকা প্রমুখ।
সমাবেশে বক্তারা ত্রাণ সংগ্রহের বাধা দানের তীব্র নিন্দা জানান।
স্বাআলো/এম
.
Author
Admin
