
জেলা প্রতিনিধি, নওগা : নওগাঁর মান্দা উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন ছয় ব্যক্তি। খবর পেয়ে তাদের উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয়রা উপজেলার মহানগর স্কুলের সামনে থেকে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বাড়ি মান্দার তেঁতুলিয়া গ্রামে।
আজ রবিবার সকালে উপজেলার বুড়িদহ গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন-নওগাঁ সদর উপজেলার খাগড়া ফয়েজউদ্দিন কলেজ এলাকার সাদ্দাম, আসলাম, সাইফুল, আব্দুল মজিদ, আনিছুর ও একই উপজেলার ফারাদপুর গ্রামের রেজাউল করিম।
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, রাতে বুড়িদহ গ্রামের রঞ্জিতের পুকুরে একদল মৎস্যজীবী মাছ শিকার করেন। সকালে তারা কিছু মাছ বস্তায় ভরে বাজারে নিয়ে যাচ্ছিলেন। এ সময় গ্রামবাসী ছেলেধরা সন্দেহে তাদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেন।
খবর পেয়ে পুলিশ গ্রামবাসীর হাত থেকে জেলেদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
স্বাআলো/এসএ
.
Admin
