টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হোছন (৩৯) নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন।

এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়।

আজ রবিবার ভোরে উপজেলার হোয়াইক্যং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

পুলিশের দাবি, এ ঘটনায় এএসআই অহিদ উল্লাহ, কনস্টেবল সজিব সরকার ও মনির হোসেন আহত হয়েছেন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ভোরে টেকনাফ থানার একদল পুলিশ হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হোছনকে উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্বাআলো/আরবিএ

.

Author