
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সূর্যসেন হলের সামনে তাকে গুলি করে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেশকাত জানান, রাত সাড়ে ১০টার দিকে হল গেটের সামনে তিনি একা বসে মোবাইল টিপছিলেন। হঠাৎ করে একটা বিকট শব্দ হয়। তারপর নিচে তাকাতেই দেখেন তার পা দিয়ে রক্ত ঝরছে। এরপর তিনি আর কিছুই জানেন না।
সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন ভূইয়া জানান, রাতেই হলের এক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।
স্বাআলো/ডিএম
.
Author
Admin
