
আন্তর্জাতিক ডেস্ক: ফের ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান।
আজ রবিবার সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান জেলায় একটি ট্রমা সেন্টারে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত আত্মঘাতী হামলায় অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, রোগী ও হাসপাতালের স্টাফদের লক্ষ্য করে এক আত্মঘাতী জঙ্গি।
তবে রিপোর্ট পর্যন্ত কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
