
চৌগাছা (যশোর) প্রতিনিধি : চৌগাছায় ভৈরব নদ খননের অতিরিক্ত মাঠি সরিয়ে নেয়ার শর্তে মাটি রাখা হলেও এখন সে মাটি না সরিয়ে কাঁচা রাস্তা তৈরি করা হচ্ছে। আর এ ফসলি জমিতে রাস্তা তৈরির করায় জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ইউনিয়নের কান্দিগ্রামের কৃষক ইউনূস আলী এ মামলা দায়ের করেন।
আদালত বিষয়টি আমলে নিয়ে চৌগাছা থানার ওসিকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, ভৈরব নদ খননের সময় উপজেলার কান্দি গ্রামে অতিরিক্ত মাটি নদীর উত্তর পাশে গ্রামের ৩ শতাধিক কৃষকের ফসলি জমিতে রাখা হয়। সে সময় কৃষকরা তাদের কৃষি জমিতে নদী খননের মাটি রাখতে বাঁধা দেয়। খননের কাজ চালিয়ে যেতে মাটি সাময়িকভাবে রাখা হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান তাদের প্রতিশ্রুতি দেন। কিন্তু বর্তমানে তাদের এসব ব্যক্তিগত ফসলি জমির উপর দিয়ে ৩০/৩৫ ফুট চওড়া ও ৫০০ ফুট দৈর্ঘ্য কাঁচা রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন চেয়ারম্যান তবিবর রহমান খান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কান্দি গ্রামের ওয়ালিয়ার রহমানের ছেলে ইউনুচ আলী ৮ জুলাই যশোর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং পি-৭১৫/১৯। মামলার সাথে গ্রামের ৩৬৫ ব্যক্তির গণস্বাক্ষর সম্বলিত আবেদনও জমা দেয়া হয়েছে।
আরো পড়ুন>> চৌগাছায় ৮৬ কৃষককে স্প্রে মেশিন প্রদান
ইউনুচ আলী মামলার অভিযোগে উল্লেখ করেন, উপজেলার কান্দি গ্রামের ৭৫ নং মৌজায় ২৫০, ১৭২, ৩৩৯, ৩৭৮ আর এস খতিয়ানে ২৫২০, ২৫২২, ২৫২৬, ২৫১৮, ২৫২৩, ২৫৩৫, ২৫৩৬, ২৫৩৪ নং দাগে মোট ৮৪ শতাংশ জমি জবর দখল করে অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ চালাচ্ছেন চেয়ারম্যান তবিবর রহমান খান।
ইউনুস আলী আরো বলেন, ‘আমরা গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এসব জমি ভোগদখল করে আসছি। জমির কাগজপত্র আমাদের নামে রেকর্ড করা হয়েছে। হঠাৎ করেই আমাদের ফসলি এই জমির উপর দিয়ে অন্যায়ভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে।’
তবে এ বিষয়ে জানার জন্য জগদিশপুর ইউনিয়নের চেয়ারম্যান তবিবর রহমান খানের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
স্বাআলো/এম
.
Admin
