
জেলা প্রতিনিধি, নেত্রকোণা: শিয়ালের হাত থেকে মুরগি রক্ষা করতে গিয়ে লাশ হতে হলো দাদি ও নাতিকে। শনিবার গভীর রাতে নেত্রকোণা সদর উপজেলার বলনিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যান।
নিহতরা হলেন, শরীফা আক্তার (৪৮) ও তার নাতি আরমান হোসেন (৮)। শরীফা বলনিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। নাজিম তাদের নাতি।
নেত্রকোণা মডেল থানার এসআই বিল্লাল হোসেন জানান, শিয়ালসহ বিভিন্ন বণ্য প্রাণীর হাত থেকে বাড়ির হাঁস-মুরগি রক্ষা করতে খোয়াড়ের চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখে পরিবারটি। শনিবার রাতে খোয়াড়ে হাঁস-মুরগি ঠিক আছে কিনা দেখতে গেলে দাদি-নাতি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
স্বাআলো/ডিএম
.
Author
Admin
