সালমান খানের প্রথম গার্লফ্রেন্ড ছিলেন শাহীন

বিনোদন ডেস্ক: ‘কবীর সিং’- এর সাফল্যের পর অভিনেত্রী কিয়ারা আদবানি এখন একজন পরিচিত মুখ।অবশ্য এর আগে ‘লাস্ট স্টোরিজ’-এ হস্তমৈথুন দৃশ্যের জন্যেও খবরের শিরোনামে এসেছিলেন আদবানি।

কিয়ারার আসল নাম আলিয়া আদবানি। সুপারস্টার সালমান খানের কথায় বলিউডে পা দেওয়ার আগে উনি নিজের নাম পাল্টে ‘কিয়ারা’ করে নেন।সালমানের সঙ্গে কিয়ারার মায়ের বহুদিনের বন্ধুত্ব।এমনকি কিয়ারার মাসি ছিলেন সালমানের প্রথম গার্লফ্রেন্ড।এই কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

আলিয়া আদবানি বলেন, আমার মা বান্দ্রাতে থাকতেন। তাই ছোট থেকেই সালমান খানের সঙ্গে বন্ধুত্ব আছে। মাঝে মধ্যেই ওঁরা দু’জনে একসঙ্গে সাইক্লিং করতেন। মা-ই একদিন আমার মাসি শাহীনের সঙ্গে সালমান খানের আলাপ করিয়ে দিয়েছিলেন। বহু বছর আগে ওঁরা ডেট করতেন। আমার মনে হয় আমার মাসি সালমান খানের প্রথম গার্লফ্রেন্ড ছিলেন।

কিয়ারা বলিউডে পা রাখেন ২০১৪ সালে ‘ফাগলি’ ছবি দিয়ে। এরপর ওঁকে দেখা যায় ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’-তে। ধোনির স্ত্রী সাক্ষীর চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন কিয়ারা।

হিন্দি ছবির পাশাপাশি তেলেগু ছবি ‘ভারত আনে নেনু’-তেও অভিনয় করেছেন কিয়ারা। এছাড়াও ‘কলঙ্ক’ ছবিতে একটা ছোট চরিত্রে দেখা যায় তাকে।| কিয়ারার হাতে রয়েছে ‘গুড নিউজ’‚ ‘শেরশাহ’ ও ‘লক্ষ্মী বম্ব’।

স্বাআলো/ডিএম

.

Author