
ডেস্ক রিপোর্ট: আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শুক্র, দেবগুরু বৃহস্পতি ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মেষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। মন সুর সংগীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি বিশেষভাবে ঝুঁকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ ফ্ল্যাক্সিলোড প্রভৃতি আসতে পারে। বিবাহযোগ্যদের বিবাহ কর্মসম্পন্ন হবে। তথা বিবাহের প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
বেকার কর্মপ্রাপ্তি, হারানো কর্মপুনরুদ্ধার তথা নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুলফল সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ ও বিনিয়োগ শুভ তথা সুদূরপ্রসারী হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। যোগ্য কর্ম ও উচ্চশিক্ষার্থে বিদেশ ভ্রমণের পথ খুলবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্র্রনিক্স সামগ্রীর পসরা সাজবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্যসেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকুন নচেৎ শ্রীঘরে ঢুকতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজনরা সহায়তা পাবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাবার পথ খুলবে। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার ব্যবসায় ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। অবশ্য শ্রমিক কর্মচারী ও ড্রাইভারদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। রাগ, জেদ ও অহংকার আবেগ বর্জনের সঙ্গে পরিশ্রমী ও মিতব্যয়ী হবার আবশ্যকতা রয়েছে। বন্ধুত্ব শুভ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিদ্যাশিক্ষার ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। বন্ধু-বান্ধব আত্মীয় পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে। ভাই-বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে বাক্যপ্রয়োগের সতর্ক থাকা সমীচীন হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
আয় উপার্জনের নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারাজীবনের পাথেও হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত থাকতে হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
মনোবল জনবল অর্থবলের সঙ্গে সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে ব্যস্ত থাকতে হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুলফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মে হয়রানিমূলক দূর বদলি অপরদিকে লাগামহীন খরচের চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। বিদ্যাশিক্ষার ব্রতীদের সুবর্ণ সুযোগ। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার ফসলি খেত ক্ষতি করে দিতে পারে।
স্বাআলো/আরবিএ
.
Admin
