
খুলনা ব্যুরো: খুলনা বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। ৮টি শর্তে মহানগরীর শহীদ হাদিস পার্কে ২৫ জুলাই সমাবেশের এ অনুমতি দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। একই সাথে অনুমতি দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন।
আজ রবিবার দুপুরে সমাবেশ বাস্তবায়নের সাংগঠনিক উপ কমিটির আহবায়ক ও নগর বিএনিপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ গণদাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।
সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ গণদাবিতে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, খুলনা জেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রমুখ।
স্বাআলো/আরবিএ
.
Admin
