
ডেস্ক রিপোর্ট: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে শূন্য পদ সমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ৩টি পদে নিয়োগ নেবে। উক্ত পদে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমীতে যেসব পদে নিয়োগ নেবে:
পদের নাম: একাউন্টস অফিসার
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী অথবা স্নাতক ডিগ্রী।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: গবেষণা কর্মকর্তা
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/গণিত/পরিসংখ্যান/লোক প্রশাসন/অর্থ/ব্যবস্থাপনা/ব্যবসা প্রশাসন/মার্কেটিং/ হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী অথবা স্নাতক ডিগ্রী।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান/পদার্থ বিজ্ঞান/ফলিত পদার্থ বিজ্ঞান/অর্থনীতি/গণিত/পরিসংখ্যান/ব্যবসা প্রশাসন/হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী অথবা স্নাতক ডিগ্রী।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদন শুরুর সময় : ২৫ জুলাই ২০১৯ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় : ২১ আগস্ট ২০১৯ তারিখ বিকাল ০৬:০০ টায় শেষ হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে অনলাইনে http://bia.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ২৫ জুলাই সকাল ১০:০০ টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২১ আগস্ট বিকেল ৬টা পর্যন্ত। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনপত্রের যথাস্থানে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে জমা দেওয়া আবেদনের একটি কপি প্রিন্ট ও ডাউনলোড করে সংরক্ষণ করে করতে হবে।
স্বাআলো/আরবিএ
.
Admin
