
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে একদিনেই বজ্রপাতে ৩২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো ১৩ জন। একদিকে বন্যায় বন্যায় বিপর্যস্ত আসাম ও বিহার। সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাড়ছে মৃতের সংখ্যা। অন্যদিকে প্রবল ঝড়-বৃষ্টি থেকে রক্ষা পায়নি উত্তরপ্রদেশ।
রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে বেহাল অবস্থা সৃষ্টি হয় উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার। এদিন বজ্রপাতে মৃতদের মধ্যে ১৪ জন কানপুর ও ফতেপুরের বাসিন্দা। পাঁচজন ঝাঁসী, চারজন জালাউন, তিনজন হামিরপুর, দুজনের বাড়ি গাজিপুরে। বাকি চারজন জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত এবং চিত্রকূটের বাসিন্দা।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবার প্রতি চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।
স্বাআলো/এএম
.
Author
Admin
