অপকর্মের সময় স্ত্রীকে হাতেনাতে ধরে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: প্রমিকার সঙ্গে অপকর্মের সময় স্ত্রীকে হাতেনাতে ধরে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের বংশীহারি থানার ডিটল এলাকায়।

দীর্ঘ দিন ধরেই এক ড্রাইভারের স্ত্রী তার অবর্তমানে লুকিয়ে প্রেম করে আসছেন অন্য এক যুবকের সঙ্গে। যদিও এই কথা ড্রাইভার নিজেও জানতেন, তবে হাতেনাতে ধরতে পারেননি। একথা শুধু তিনি নন, জানতেন পরিবার ও এলাকার লোরেরাও। যে যুবকের সঙ্গে ড্রাইভারের স্ত্রী সম্পর্ক স্থাপন করেছে তিনি একজন পুলিশকর্মী। এবার সেই প্রেমীক পুলিশের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিয়ে দিলেন ড্রাইভার।

ড্রাইভার যখন কাজের উদ্দেশ্যে বাইরে যায় ঠিক তখন সেই পুলিশ যুবক তার স্ত্রীর সঙ্গে দেখা করতে চলে আসেন।

অন্যান্য দিনের মত বৃহস্পতিবারও ওই পুলিশকর্মী তাদের বাড়িতে আসে। যা টের পেয়ে যায় এলাকার লোকজন। পুলিশ যুবক যখন ঘরের মধ্যে প্রবেশ করে তখন এলাকার লোকজন বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয়। এরপর ওই নারীর স্বামীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ড্রাইভার স্বামী ছুঁটে আসেন। জানতে পারেন স্ত্রীর এই অনৈতিক সম্পর্কের কথা। তখন উত্তেজিত জনতার সামনে ড্রাইভার স্বামী ওই পুলিশকর্মীর সঙ্গে নিজের স্ত্রীর ‘বিয়ে’ দিয়ে দেন। ড্রাইভারের সামনেই ওই পুলিশকর্মী তার স্ত্রীকে শাঁখা, সিঁদুর পরিয়ে বিয়ে করেন। যদিও এই ‘বিয়ে’ আইনসম্মত নয়।

স্বাআলো/আরবিএ

.

Author