
বিনোদন ডেস্ক : আগামী গ্রীষ্ম মাসে পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া। শোনা যাচ্ছে, শুভবিবাহের লেহঙ্গাও অর্ডার দিয়ে দিয়েছেন আলিয়া ভট্ট। দীপিকা-প্রিয়ঙ্কা-অনুষ্কাকে সাজানো সব্যসাচী মুখোপাধ্যায়ের হাতেই সাজবেন আলিয়া। বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, ডিজাইনার সব্যসাচীর কাছেই পৌঁছে গিয়েছে মহেশকন্যার আব্দার। বিয়েতে চাই, জমকালো লেহঙ্গা।
ডিজাইনার সব্যসাচীর পোশাকের প্রতি আলিয়ার দুর্বলতা নতুন নয়। এর আগে বিশেষ অনুষ্ঠান, পার্টি, ছবির শুভমুক্তি-সহ বিভিন্ন জায়গায় আলিয়াকে দেখা গিয়েছে সব্যসাচীর ডিজাইন করা লেহঙ্গা বা ফিউশন পোশাকে। তাই তিনিও ‘সব্যসাচী-ব্রাইড’ হতে চাইবেন, এতে আর আশ্চর্য কী !
আলিয়া আর রণবীর অনেক দিন ধরেই ডেট করছেন। দু’জনে কেউ প্রকাশ্যে স্বীকার করেননি সম্পর্কের কথা। তবে এ কথা বলতে দ্বিধা করেননি যে তাঁরা একে অন্যের কাছে ‘স্পেশাল’।
দীপিকা-ক্যাটরিনার সঙ্গে দীর্ঘ প্রণয় ভেঙে যাওয়ার পরে আলিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। তাঁদের বিয়ে নাকি আটকে আছে রণবীরের বাবা ঋষি কপূরের চিকিৎসার জন্য। ক্যানসারের চিকিৎসার জন্য প্রবীণ অভিনেতা ঋষি এখন বিদেশে। তিনি সুস্থ হয়ে ফিরলে আগামী এপ্রিলে রণবীরের বিয়ের ফুল ফুটবে। বলিউডে গুঞ্জন এমনই।
স্বাআলো/এএম
.
Admin
