
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্ত:বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জিমনিসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৫৮-১৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
খেলা শেষে আন্ত:বিভাগ বাস্কেটবল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী চ্যাম্পিয়ন ও রানার্সআপের ট্রফি তুলে দেন।
একই দিনে আন্ত:বিভাগ টেবিল টেনিস ও ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টেবিল টেনিস খেলায় পুরুষ ক্যাটাগরিতে আইন বিভাগকে হারিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ চ্যাম্পিয়ন হয়। মেয়ে ক্যাটাগরিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগকে হারিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ চ্যাম্পিয়ন হয়।
আরো পড়ুন>> ইবিতে আরবী সাহিত্য ও ইসলামী শিক্ষা চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
এছাড়াও ব্যাডমিন্টনে পুরুষ ক্যাটাগরিতে ফিন্যান্স এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগ সংযুক্ত চ্যাম্পিয়ন হয়। মেয়ে ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগকে হারিয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই বিভাগ) চ্যাম্পিয়ন হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের উপস্থাপনায় ও ক্রীড়া কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক সুতাপ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।
স্বাআলো/এম
.
Admin
