
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে জামাই বাড়িতে বেড়াতে আসা মানসিক ভারসাম্যহীন এক নারীকে ও সদরে বেদে সম্প্রদায়ের এক যুবককে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেয়ার অপরাধে পুলিশ ৩৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে।
সোমবার দুপুরে দৌলতপুর উপজেলার শিতলাইপাড়া গ্রামে জামাই বাড়িতে বেড়াতে আসা মানসিক ভারসাম্যহীন হাসিনা খাতুনকে (৬০) ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেয় এলাকাবাসী। হাসিনা খাতুনের জামাই ওই গ্রামের বাসিন্দা রনি জানান, স্মৃতিশক্তি হ্রাস পাওয়ায় ওই সময় তার শাশুড়ি পথ ভুলে গিয়েছিল হয়েছে।
দৌলতপুর থানার ওসি আজম খান জানান, খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে জামাই রনির দায়ের করা মামলায় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত অভিযুক্ত ২০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আরো পড়ুন>>> মা কখন আসবে, কেন আসছে না?
সোমবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় শহিদুল নামে বেদে সম্প্রদায়ের এক যুবককে ছেলে ধরা সন্দেহে মারপিট করে এলাকার লোকজন।
কুষ্টিয়া সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, পুলিশ শহিদুলকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করে। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।
গ্রেফতারকৃত ৩৪ জনকে হত্যা চেষ্টার অভিযোগ দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্বাআলো/এসএ
.
Admin
